Subcribe to our RSS feeds Join Us on Facebook Follow us on Twitter Add to Circles

About

ভূমিকা

ভূমিকা

উপস্থাপনায়

উপস্থাপনায় সোমনাথ, নির্জন, সৌরদীপ, পরাগ ও প্রসেনজিৎ
সব পোস্টের লিংক ঠিক হয়ে যাওয়া উচিত। সমস্যা হলে যোগাযোগের পাতায় দেওয়া ইমেল-এ জানান। এছাড়াও 'সব বইয়ের গুগুল ড্রাইভের সরাসরি লিংক' রইল। কিন্তু HQ raw scan pdf - এর Access চাইবেন না। ওটা দেওয়া হবে না।।

Random Posts

Mr. Arun Som's request

Mr. Arun Som's request

ঘোষণা

ইতিমধ্যে ২৯২ টি (বেড়াবার মতো বেড়ানো পর্যন্ত) প্রিন্ট-রেডি, হাই-কোয়ালিটি সোভিয়েত বাংলা বই বিনামূল্যে সকলের জন্য ব্লগে দেওয়ার পর, ৪ঠা জুলাই ২০১৮ থেকে আমরা প্রসেস না করা 'র-স্ক্যান' বই ব্লগে দেওয়া শুরু করলাম। স্ক্যান প্রচুর হয়ে গেছে। একজন মাত্র স্বেচ্ছাসেবকের পক্ষে প্রসেস করতে সময় প্রচুর লেগে যাচ্ছে। অথচ এত দিন ধরে আমাদের স্ক্যান করে রাখা বইগুলো বন্ধুরা পড়তে পারছেন না এটা মেনে নিতেও পারছি না। আপাতত তাই 'র-স্ক্যান' বইগুলোই পড়তে থাকুন। কয়েক মাসের মধ্যেই সমস্ত 'র-স্ক্যান' আপলোড হয়ে গেলে আবার এগুলো প্রসেসিং শুরু হবে। পছন্দসই বইয়ের প্রসেসড কপি আগে পেতে তখন (ব্লগে পরবর্তী প্রসেসিং শুরুর ঘোষণার পর) সরাসরি নির্জন সেন-কে যোগাযোগ করতে পারেন উৎসাহী বন্ধুরা।

---------------------------

১লা জানুয়ারি, ২০১৬ থেকে আবার এই ব্লগের সমস্ত বই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হল। একান্ত চেনা সোভিয়েত বইপ্রেমীদের মধ্যে নিরাপদ বন্টনের জন্য দাদুর দস্তানা নামে যে আলাদা গ্রুপ তৈরি করা হয়েছিল তারও আর কোনো প্রয়োজন থাকছে না, আপাতত। এই ব্লগের নাম, লিংক, বই যেখানে খুশি শেয়ার করুন, খুশিই হব। শুধু মনে রাখবেন, বইগুলো তৈরির পিছনে যাদের নিষ্ঠা-শ্রম-সময়-স্বেদ-ভালোবাসা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকারও একই সঙ্গে করবেন। যিনি বই ধার দিলেন, যিনি স্ক্যান করলেন, যিনি প্রসেস করলেন তাদের নাম উল্লেখ না করে, আমাদের ব্লগের নাম উল্লেখ না করে বইগুলো নিজেদের কৃতিত্ব বলে দাবি করলে আবার বিধি নিষেধের আড়ালে চলে যাবে সকলের প্রিয় এই বইগুলো ও ভবিষ্যতে লভ্য সমাধিক বাংলা সোভিয়েত বই।

শিশুপাঠ্য ছবির বইগুলো রঙিন প্রিন্ট নিয়ে আপনার বাড়ির বা পরিচিত বাচ্চাদের হাতে দিলে আমাদের প্রয়াস সার্থক হবে। ডাউনলোডের আগে পরে ব্লগের পোস্টে মন্তব্য করলে আমরা উৎসাহ পাবো।

তাঁহাদের কথা

 

 



 

 

প্রগতির পথরেখা

অরুণ সোম
গড়িয়া, কলকাতা



১৯৩১ সালে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রীয় প্রকাশন সমিতির উদ্যোগে বিদেশের বিভিন্ন ভাষায় সোভিয়েত সাহিত্যের এবং রুশ ভাষায় বিদেশি সাহিত্যের অনুবাদ — মূলত মানববিদ্যা সংক্রান্ত এবং সর্বোপরি ভাবাদর্শগত গ্রন্থাদি প্রচারের উদ্দেশ্যে মস্কোয় ‘বিদেশী শ্রমজীবীদের প্রকাশন সমিতি’ নামে একটি সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল।

১৯৩৯ সালে সংস্থাটি নাম বদল করে ‘বিদেশী ভাষায় সাহিত্য প্রকাশালয়’ এবং ১৯৬৩ সাল থেকে ‘প্রগতি প্রকাশন’ নামে আত্মপ্রকাশ করে। মার্কসবাদী-লেনিনবাদী সাহিত্য এবং আর্থ সামাজিক ও রাজনৈতিক গ্রন্থাদির অনুবাদ ছাড়াও সোভিয়েত তথা রুশ সাহিত্য ও সংস্কৃতির প্রচারও ‘বিদেশী ভাষায় সাহিত্য প্রকাশালয়’ এবং ‘প্রগতি’র অন্যতম উদ্দেশ্য ছিল। তাই সোভিয়েত ইউনিয়নে প্রকাশিত অনুবাদের অন্তত এক-চতুর্থাংশ হত সোভিয়েত ও রুশ সাহিত্যের; আবার তার সিংহভাগ ছিল শিশু ও কিশোর সাহিত্যের, যেহেতু শিশু ও কিশোর মনে নির্দিষ্ট কোন ভাবাদর্শ গাঁথা হয়ে গেলে তার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব সুদূরপ্রসারী হওয়া খুবই সম্ভব। প্রকাশের তৃতীয় স্থানে থাকত রুশ ও সোভিয়েত ধ্রুপদী সাহিত্যের অনুবাদ।


কিন্তু প্রচারের দিকটার কথা ছেড়ে দিলেও একথা অনস্বীকার্য যে রুশ সাহিত্য যে-কোন অবস্থাতেই হোক না কেন — সোভিয়েত-পূর্ববর্তী আমলেই হোক বা সোভিয়েত আমলেই হোক – মূলত ছিল মানবতাবাদী। তাই তার আবেদন ছিল সর্বব্যাপী। রুশ সাহিত্য বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্য রূপে স্বীকৃত। আর পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শিশু ও কিশোর সাহিত্যের বিকাশ যে সোভিয়েত আমলেই হয়েছিল একথাও অস্বীকার করার উপায় নেই — অবশ্য সোভিয়েত পূর্ববর্তী আমলেও সাহিত্যের এই শাখাটিও যথেষ্ট উন্নত ছিল — এমন কি পুশ্‌কিন দস্তইয়েভ্‌স্কি তল্‌স্তোয় তু
র্গ্যেনেভ্‌ থেকে শুরু করে এমন কোন রুশ লেখক ছিলেন না যিনি শিশু ও কিশোরদের জন্য কিছু-না-কিছু লেখেননি।


বিগত শতাব্দীর পঞ্চাশের দশকে — তখনও অনুবাদ সাহিত্যের এই প্রকাশালয়টি ‘বিদেশী ভাষায় সাহিত্য প্রকাশালয়’ নামে পরিচিত — সেই সময় সেখানে স্থায়ী বাংলা বিভাগ গড়ে উঠেছিল। সেই পর্বে অনুবাদক হিসেবে আমাদের দেশ থেকে সেখানে যোগ দিতে গিয়েছিলেন : ননী ভৌমিক, নীরেন্দ্রনাথ রায়, কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায় (তাঁর স্ত্রী রেখা চট্টোপাধ্যায়ও কিছু অনুবাদ করেছিলেন), ফল্গু কর, সমর সেন ও শুভময় ঘোষ (শুভময় ঘোষের স্ত্রী সুপ্রিয়া ঘোষও কিছু অনুবাদ করেছিলেন)। সম্ভবত সেটা ১৯৫৭ সাল। এক কালের বিখ্যাত চলচ্চিত্র-অভিনেতা রাধামোহন ভট্টাচার্যও অল্প সময়ের জন্য সেখানে অনুবাদকের কাজ করেন। এরই কাছাকাছি কোন এক সময়ে কোলকাতা থেকে বিষ্ণু মুখোপাধ্যায়ও যোগ দেন। কোলকাতায় তিনি ‘স্বাধীনতা’ পত্রিকার সাংবাদিক ছিলেন। ননী ভৌমিক ও বিষ্ণু মুখোপাধ্যায় ছাড়া এই পর্বের অনুবাদকদের কারোই মস্কোয় অনুবাদকের কর্মজীবন তিন-চার বছরের বেশি স্থায়ী হয়নি। দীর্ঘ দুই দশকব্যাপী অনুবাদকের কর্মজীবনের অন্তে অবসর নিয়ে আশির দশকে বিষ্ণু মুখোপাধ্যায় দেশে ফিরে আসেন। একমাত্র ননী ভৌমিকই পাকাপাকি ভাবে মস্কোয় থেকে যান।

প্রথম পর্বের অনুবাদকদের মধ্যে একমাত্র নীরেন্দ্রনাথ রায় ছিলেন রুশ ভাষা বিশেষজ্ঞ সাহিত্যিক। ননী ভৌমিক পরবর্তীকালে রুশ ভাষা শিখে সরাসরি রুশ থেকেই অনুবাদ করতেন।

সত্তরের দশক পর্যন্ত ননী ভৌমিক ও বিষ্ণু মুখোপাধ্যায় — এঁরা দুজন ছাড়া ‘প্রগতি’র বাংলা বিভাগে আর কোনও অনুবাদক ছিলেন না। ননী ভৌমিক বিবিধ বিষয়ের রচনার অনুবাদের সঙ্গে সঙ্গে রুশ গল্প উপন্যাস এবং বিশেষত শিশু ও কিশোর সাহিত্যের অনুবাদও করতেন। বিষ্ণু মুখোপাধ্যায় ছিলেন আর্থ সামাজিক ও রাজনৈতিক গ্রন্থের অনুবাদক।

‘প্রগতি’ ততদিনে বিশ্বের সর্ববৃহৎ প্রকাশনালয়ে পরিণত হয়। পৃথিবীর ৫৬টি ভাষায় অনুবাদ সাহিত্য প্রকাশিত হত এখান থেকে। বছরে মুদ্রণসংখ্যা ১ কোটি ছাপিয়ে গিয়েছিল। ‘প্রগতি’র প্রকাশিত বইগুলি তাদের বিষয়বৈচিত্র্য, মুদ্রণ পারিপাট্য, নজরকাড়া অলংকরণ এবং সুলভ মূল্যের জন্য তৃতীয় দুনিয়ার দেশগুলিতে, বিশেষত ভারতের মতো দেশে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল। এক সময় সর্বস্তরের পাঠকমহলে সেগুলি ব্যাপক প্রচার লাভ করে। রুশ তথা সোভিয়েত সাহিত্য ও সংস্কৃতি দেখতে দেখতে দুনিয়ার ব্যাপক পাঠক সম্প্রদায়ের প্রাণের সম্পদ ও আকর্ষণের বস্তুতে পরিণত হয়।

সত্তরের দশকে বাংলাদেশ-এর আবির্ভাবের ফলে ‘প্রগতি’র বাংলা বিভাগের গুরুত্ব বহুমাত্রায় বৃদ্ধি পেল। বাংলা তখন আর উপমহাদেশের অন্তর্ভুক্ত পৃথক পৃথক দুটি দেশের প্রাদেশিক ভাষা মাত্র নয় — একটি দেশের প্রাদেশিক ভাষা এবং অন্য একটি দেশের রাষ্ট্রভাষা। তাই ব্যাপক সম্প্রসারণ ঘটল ‘প্রগতি’র বাংলা বিভাগের। এই পর্বে ‘প্রগতি’র বাংলাবিভাগে যোগদান করেন বাংলাদেশ থেকে হায়াৎ মামুদ, খালেদ চৌধুরি (পশ্চিমবঙ্গের চিত্রশিল্পী খালেদ চৌধুরী নন) ও দ্বিজেন শর্মা, কোলকাতা থেকে আমি এবং কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়, কিছুকাল পরে প্রফুল্ল রায় (ঔপন্যাসিক প্রফুল্ল রায় নন, তাঁর স্ত্রী কৃষ্ণা রায়ের একটি অনূদিত বইও রাদুগা থেকে প্রকাশিত হয়)। এছাড়া ননী ভৌমিক ও বিষ্ণু মুখোপাধ্যায় ত ছিলেনই। স্থানীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দুজন বাঙালি যুবক — বিজয় পাল এবং সুবীর মজুমদারও এই সময় ‘প্রগতি’তে অনুবাদকের কাজে যোগ দিয়েছিলেন। এই পর্বের অনুবাদকদের মধ্যে ননী ভৌমিক ছাড়া শেষোক্ত দুজন এবং আমি ও হায়াৎ মামুদই সরাসরি রুশ থেকে অনুবাদ করতাম, বাকিরা ইংরেজি থেকে। ‘প্রগতি’র বাংলা বিভাগ তখন ভারতীয় ভাষাবিভাগগুলির মধ্যে সর্ববৃহৎ হয়ে দাঁড়িয়েছিল।


মস্কোয় নিযুক্ত নিয়মিত অনুবাদকদের বাইরেও ‘প্রগতি’ ও ‘রাদুগা’ প্রকাশালয়ের জন্য বিভিন্ন সময়ে পুষ্পময়ী বসু (‘মা’), ইলা মিত্র (চাপায়েভ্‌), পবিত্র গঙ্গোপাধ্যায় ('মানুষের জন্ম'), গিরীন চক্রবর্তী (‘মানুষ কী করে বড়ো হল’, ‘তিমুর ও তার দলবল’, ‘ছত্রভঙ্গ’) সত্য গুপ্ত (‘পৃথিবীর পথে’), রথীন্দ্র সরকার (‘পৃথিবীর পাঠশালায়’), অমল দাশগুপ্ত (‘আমার ছেলেবেলা’), অরুণ দাশগুপ্ত (‘অ্যান্ড্রোমেডা নিহারীকা’), প্রদ্যোৎ গুহ, প্রফুল্ল রায়চৌধুরী ('বেঝিন মাঠ'), ক্ষিতীশ রায় (‘পুনরুজ্জীবন’), শঙ্কর রায় ('গমের শীষ', 'চুক আর গেক'), সেফালী নন্দী('বসন্ত'), ছবি বসু ('মনের মতো কাজ'), রবীন্দ্র মজুমদার ('ইস্পাত', 'অঙ্কের মজা'), শিউলি মজুমদার ('পিতা ও পুত্র') এবং অনিমেষকান্তি পালও ('কাশতানকা') অনুবাদ করেছেন। আবার প্রথম দিককার অনেক অনুবাদকের নাম অপ্রকাশিতই রয়ে গেছে। তাঁদের নাম এখন আর জানার উপায় নেই।

মস্কোর মির প্রকাশন থেকেও রুশ ও ইংরেজি ভাষা থেকে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা সংক্রান্ত বেশ কিছু বই অনুদিত হয়। অনুবাদকদের মধ্যে, যতদূর মনে পড়ে, মস্কো থেকে অনুবাদ করেন ডাঃ শান্তিদাকান্ত রায় ('মানুষের অ্যানাটমি' ও 'ফিজিওলজি'), অভিজিৎ পোদ্দার, বদরুল হাসান ('কক্ষপথে নভোযান') এবং মাহবুবুল হক ('মৌমাছি ও মানুষ')। কলকাতা থেকে অনুবাদ করেছিলেন সিদ্ধার্থ ঘোষ, শৈলেন দত্ত ('পদার্থবিদ্যার মজার কথা'), ডাঃ সন্তোষ ভট্টাচার্য ('ধাত্রীর ধরিত্রী'), শান্তিশেখর সিংহ ('মহাসাগরের সজীব শব্দসন্ধানী', 'সকলের জন্য পদার্থবিদ্যা'), কানাইলাল মুখোপাধ্যায় ('রাসায়নিক মৌল, কেমন করে সেগুলি আবিষ্কৃত হয়েছিল') কান্তি চট্টোপাধ্যায় ('শরীরতত্ত্ব সবাই পড়ো')।

 

পুরনো ফাইল চিত্রে অনুবাদকেরা। বাঁদিক থেকে বসে : দ্বিজেন শর্মা, বিষ্ণু মুখোপাধ্যায়, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়, খালেদ চৌধুরী (বাংলাদেশ) ও হায়াৎ মামুদ। বাঁদিক থেকে দাঁড়িয়ে : রথীন চট্টোপাধ্যায় (পরবর্তীকালে মস্কো রেডিওয় বাংলা বিভাগের ঘোষক) ও অরুণ সোম।

আশির দশকে ‘প্রগতি’র অগ্রগতি এতদূর হয়েছিল যে বিশেষভাবে গল্প উপন্যাস এবং শিশু ও কিশোর সাহিত্য অনুবাদের জন্য ১৯৮২ সালে ‘রাদুগা’ নামে পৃথক আরও একটি প্রকাশন সংস্থা গঠিত হয়। সেখানে আমিই ছিলাম বাংলা বিভাগের একমাত্র স্থায়ী অনুবাদক। ননী ভৌমিক ‘প্রগতি’তেই থেকে গেলেন, যদিও ‘প্রগতি’তে থেকেও ‘রাদুগা’র বেশ কিছু উল্লেখযোগ্য বইও তিনি অনুবাদ করেছেন। এছাড়া দ্বিজেন শর্মা এবং তাঁর স্ত্রী দেবী শর্মাও ‘রাদুগা’র দু-একটি ছোটখাটো বই অনুবাদ করেছেন। বছর দুয়েকের মধ্যে — ১৯৮৪ সালে তাশখন্দে ‘রাদুগা’র একটি বাংলা বিভাগও খোলা হয়। মস্কো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পাঠরতা, এককালে আমার রুশ ভাষার ছাত্রী পূর্ণিমা মিত্র সেখানকার বাংলা বিভাগে অনুবাদকের কাজে যোগ দেন।

ইতিমধ্যে মস্কোয় ‘প্রগতি’র নতুন ভবন নির্মিত হয়েছে, ‘রাদুগা’ও পৃথক একটি ভবনে উঠে যাবার উপক্রম করছে। মস্কোয় অনুবাদচর্চার যখন রমরমা চলছে ঠিক তখনই ঘটে গেল সেই আকস্মিক অঘটন। আকস্মিক বলা ঠিক হবে না — ১৯৮৫ সালে দেশে ‘পেরেস্ত্রৈকা’ ঘোষিত হওয়ার ফলে এটাই প্রত্যাশিত ছিল। চূড়ান্ত বিপর্যয়ের জন্য আরও ছয় বছর প্রতীক্ষা করতে হল। ‘প্রগতি’র দীর্ঘ ছয় দশকের ইমারত তাসের ঘরের মতো ধসে পড়ল। ১৯৯১ সালে দেশের অর্থনৈতিক ব্যবস্থার যে আমূল সংস্কার ঘোষিত হল তার ফলে রাষ্ট্রের তরফ থেকে সোভিয়েত ভাবাদর্শ এবং রুশ সাহিত্য ও সংস্কৃতি প্রচারের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেল। দ্বিতীয়ত, বাজার অর্থনীতির স্বাভাবিক নিয়মে ‘প্রগতি’ বা ‘রাদুগা’র মতো প্রকাশালয় একেবারেই লাভজনক প্রতিষ্ঠান ছিল না — যে রাষ্ট্রীয় অনুদান ও সরকারি ভরতুকিতে এই প্রতিষ্ঠানগুলি চলত নতুন অর্থনৈতিক ব্যবস্থা প্রচলনের ফলে একসময় তা বন্ধ হয়ে গেল। চাহিদা ও জোগানের নিয়ম অনুযায়ী চলতে গেলে বইয়ের যা মূল্য দাঁড়ায় যাদের মুখ চেয়ে তা ছাপানো তাদের পকেটে কুলোবে না। যে-কোন ভাবেই হোক, পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্রীয় অনুদান বা সরকারি ভরতুকি দিয়ে এ সমস্ত বই প্রকাশ করার কোনও প্রশ্নই ওঠে না।

তাই ১৯৯১ সালের ২৫ মার্চ তারিখের এক সরকারি হুকুমনামা বলে ঘোষণা করা হল : ‘বিদেশি ভাষায় সাহিত্যের প্রকাশ লাভজনক না হওয়ার কারণে ‘প্রগতি’র পরিচালকমণ্ডলীর সিদ্ধান্ত আনুসারে আগামী এপ্রিল মাস থেকে একমাত্র সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরে যে সমস্ত বইয়ের ব্যাপক চাহিদা আছে শুধু সেগুলিই প্রকাশিত হবে। বস্তুতপক্ষে, প্রকাশালয়ের বিদেশি ভাষার সবগুলি দপ্তরই বন্ধ হয়ে যাচ্ছে।’ দেশের অভ্যন্তরে আমজনতার রুচি ও চাহিদার নিয়ম মেনে ‘প্রগতি’ ও ‘রাদুগা’ থেকে দেশের অগণিত পাঠকদের জন্য বিদেশি ভাষা থেকে সস্তার রগরগে নভেল ডিটেকটিভ ইত্যাদি রুশ অনুবাদে প্রকাশিত হতে লাগল। সেই বছরই ডিসেম্বরে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার সঙ্গে সঙ্গে প্রকাশালয়ের দালান কোঠা এবং অন্যান্য স্থাবর অস্থাবর সম্পত্তি বিভিন্ন ব্যক্তিগত মালিকানাধীনে চলে যাবার ফলে ‘প্রগতি’ ও ‘রাদুগা’ গাড়ির শো রুম, নানা ধরনের দোকানপাট আর লাভজনক বাণিজ্য প্রতিষ্ঠানের অফিসের আড়ালে ঢাকা পড়ে গেল।

আজ দু’দশকের বেশি সময় হতে চলল ‘প্রগতি’ বা ‘রাদুগা’ অতীতের বস্তু। আমাদের দেশের বর্তমান প্রজন্ম ‘প্রগতি’ বা ‘রাদুগা’ থেকে প্রকাশিত সেই সমস্ত অনুবাদের সঙ্গে একেবারেই পরিচিত নয় — অনেকে তাদের নাম পর্যন্ত শোনেনি।

‘প্রগতি’ ও ‘রাদুগা’র অর্ধশতাব্দীকালের যে সৃষ্টি দুই দশকের মধ্যে অবলুপ্ত হতে চলেছিল, সম্প্রতি তার উদ্ধারসাধন করে বিজ্ঞানসম্মত উপায়ে সংরক্ষণ ও প্রচারের যে বিপুল শ্রমসাধ্য কাজে স্নেহভাজন প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় ও সোমনাথ দাশগুপ্ত ব্রতী হয়েছে এর জন্য তারা যেমন আমাদের প্রজন্মের তেমনি বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের মানুষদেরও কৃতজ্ঞতাভাজন হয়ে থাকবে। সোভিয়েত ইউনিয়নের মতো সমাজ ও সাহিত্য নিয়ে এমন ব্যাপক ও দীর্ঘকালীন পরীক্ষানিরীক্ষা এবং তার এমন আকস্মিক অবসান পৃথিবীতে আর কখনও ঘটেনি; তাই সোভিয়েত সমাজব্যবস্থার মতো সোভিয়েত সাহিত্যও সমগ্র বিশ্বের কৌতূহলী গবেষকদের দীর্ঘকাল আলোচনার বিষয় হয়ে থাকবে। সেদিক থেকে এদের উদ্যোগ ভবিষ্যৎ গবেষণারও আকর হয়ে থাকবে।

সংগ্রহ ও সংরক্ষণের কাজে বিভিন্ন মহল থেকে যে ব্যাপক সাড়া ও সহযোগিতা মিলছে তা অত্যন্ত উৎসাহব্যাঞ্জক। তাই মনে হয় এখনও সব ফুরিয়ে যায়নি। ইতিহাসের পুনরাবৃত্তি ত ঘটেই। আশা করা যেতে পারে এদের উদ্যোগের ফলে মানবতাবাদী রুশ সাহিত্যজগৎ আবারও আজকের দিশেহারা মানুষের পথের দিশারি হবে।

— অরুণ সোম, ৩০.০১.২০১৪




(হ্যাঁ, অরুণ সোম মানে সুবিখ্যাত অনুবাদক অরুণ সোমই। আনাড়ি সিরিজ, প্রশান্ত দন, রিখার্ড জোর্গে, দুই ইয়ারের যত কাণ্ড, পাহাড় ও স্তেপের আখ্যান ইত্যাদি অজস্র বইয়ের বাংলা অনুবাদ মূল রুশ ভাষা থেকে খোদ মস্কোয় বসে করেছিলেন তিনিই। এই পঁচাত্তর বছর বয়সেও অক্লান্ত সৃষ্টিশীল মানুষটির আশীর্বাদ, আতিথেয়তা ও সহায়তা পাওয়া আমাদের এই “ছোটোবেলা ফিরে আসুক“ প্রকল্প থেকে সেরা প্রাপ্তি। শুধু অনুবাদক হিসেবেই ওঁর কৃতিত্বের সমীচীন মূল্যায়ন এখনও হয়নি। একেবারে ছোটোদের বই থেকে শুরু করে নোবেলজয়ী উপন্যাস, রাজনৈতিক পাঠ্য থেকে শুরু করে ভাবালু কবিতা — এই মানুষটি এত সাবলীল অনুবাদে বাঙালীর পাঠযোগ্য করে তুলেছেন বিগত প্রায় চার যুগ ধরে, যে বাংলা অনুবাদ সাহিত্যের ইতিহাসে ওঁর জন্য একটা সম্পূর্ণ অধ্যায় বরাদ্দ থাকা উচিত। আমাদের অধিকাংশের ছোটোবেলা আর তাদের পাঠাভ্যাসের রূপকথা-অনুষঙ্গ শ্রী অরুণ সোমের কাছে প্রজন্মান্তরে ঋণী রইল।

তাঁর পঁচাত্তর বছর জন্মবার্ষিকী উপলক্ষ্যে  ২৩শে সেপ্টেম্বর'২০১৩-য় আনন্দবাজার পত্রিকা সংবাদপত্রের 'কলকাতার কড়চা' বিভাগে প্রকাশিত প্রতিবেদনটি এখানে ক্লিক করলে পড়া যাবে।)


পূর্ণিমা মিত্র


রুশ সাহিত্যের সঙ্গে আমার পরিচয় খুবই ছোটবেলায়, যখন আমার হাতে আসে দাদুর দস্তানা। বইটির চমৎকার ছবিগুলির দিকে তাকিয়ে থাকতাম মুগ্ধ হয়ে, কল্পনায় ভেসে উঠত বরফঢাকা মাঠের ওপরে পড়ে থাকা দস্তানাটা। তখন একটুও ভাবিনি যে আমিও ভবিষ্যতে রুশ সাহিত্য অনুবাদ করব।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে এম.এ. পড়াকালীন আমি যোগ দিই ইন্দো-সোভিয়েত কালচারাল সোসাইটি (ইসকাস)-র সন্ধ্যাবেলার ক্লাসে রুশভাষা শিখতে। সেখানে আমার দ্বিতীয় সেমিস্টারে অরুণ সোম ছিলেন আমাদের শিক্ষক। সেই সময় আমি ও আমাদের সহপাঠীরা বিস্ময়মেশানো শ্রদ্ধা নিয়ে পড়তাম ননী ভৌমিক ও অন্যান্য অভিজ্ঞ অনুবাদকদের অনুবাদ করা বইগুলি।
পরে মস্কো বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট পাড়াকালীন আমার সৌভাগ্য হয়েছিল কয়েকজন রুশ বাংলাভাষা বিশেষজ্ঞদের সঙ্গে পরিচিত হবার। মস্কো বিশ্ববিদ্যালয়ের ইনস্টিট্যুট অফ এশিয়ান এন্ড আফ্রিকান স্টাডিজ বিভাগে বাংলাভাষার অধ্যাপিকা ইরিনা প্রকোফিয়েভা আমাকে নিয়ে গেলেন তাঁর ক্লাসে ছাত্রছাত্রীদের সঙ্গে পরিচয় করাতে। আমি অবাক হয়ে গিয়েছিলাম দেখে যে জন দশ-বারো ছেলেমেয়ে অসীম আগ্রহে অপেক্ষা করে আছে।  আমি তাদের ক্লাস নিয়েছি সপ্তাহে একদিন করে তাদের কথ্যভাষা শেখাতে ও পরিচর্চা করতে। ইনস্টিট্যুটের অডিওরুমে আমার পড়া টেক্সটগুলো রেকর্ড করে রাখা আছে ভবিষ্যত ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য।
আর একজন সুবিখ্যাত বাংলাভাষা বিশারদ অধ্যাপক আলেক্সান্দর গ্নাত্যুক দানিলচুক আমাকে পরিচয় করিয়ে দিলেন মস্কো ইনস্টিট্যুট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস-এর বাংলা বিভাগের ছাত্রছাত্রীদের সঙ্গে, সেখানেও আমি কথ্যভাষার ক্লাস নিয়েছি। সেখানের ছাত্রছাত্রীদের বাংলা ভাষা শেখার উৎসাহ উদ্দীপনার কোনো ঘাটতি ছিলনা।
এছাড়াও আমি অংশগ্রহন করেছি বাংলা-রুশ ও রুশ বাংলা আলাপ সহায়িকা প্রকাশনায়, প্রকাশন-পূর্বকালীন সমালোচক হিসেবে।
আমি যোগ দিলাম রাদুগা প্রকাশনে ১৯৮৫-তে তাশখন্দ বিভাগে। সেখানে আমার অনুবাদগুলির সম্পাদনার দায়িত্বে ছিলেন রুসলান তাহাউদ্দিনভ ও আনাতোলি কাবুলেই। তাদের অসাধারণ উদ্যোগ ও উদ্দীপনা তাশখন্দে বাংলা বিভাগ শুরু হবার কারণে আমাকে অভিভূত করেছিল। এর আগে তাশখন্দে ছিল কেবলমাত্র উর্দু ও হিন্দি। দুর্ভাগ্যবশত আমার অনুবাদকজীবন দীর্ঘজীবি হয় নি। আমি তাশখন্দে ছিলাম তিন বছর। অনুবাদ করেছি সবসমেত বারোটি বই, যার মধ্যে আমার সবচেয়ে প্রিয় "বাবর" ও "চিরদিন মনে রেখো"
আমি তাশখন্দে আসার বছর তিনেক পরে রাদুগা তাশখন্দ বিভাগ বন্ধ করে দেয়, আমি ফিরে যাই মস্কো। ইতিমধ্যে মস্কোতে শুরু হয়ে যায় দারুণ সামাজিক ও রাজনৈতিক ডামাডোল যার ফলে রাদুগা প্রকাশনের দরজা বন্ধ হয়ে গেল চিরকালের মতো।




হ্যাঁ, পূর্ণিমা মিত্র, মানে আমাদের সকলের প্রিয় অনুবাদক পূর্ণিমা মিত্রই। রুশ ভাষা থেকে বিভিন্ন বইয়ের বাংলা অনুবাদ রাদুগার তাশখন্দ শাখায় বসে আমাদের জন্যে করেছিলেন তিনিই। অনুবাদক শ্রীঅরুণ সোমের কন্যার থেকে পূর্ণিমা মিত্রের স্বামীর মেল আইডি পেয়ে, যোগাযোগ করে তাঁর সাথে আলাপ। অতঃপর তাঁকে আমাদের ব্লগের কথা জানিয়ে এই লেখা চেয়ে নেওয়া। মস্কো ছাড়ার পর "কমনওয়েলথ ব্যাঙ্ক অফ অস্ট্রেলিয়া"র রাশিয়ান ও অন্যান্য স্লোভাক ভাষার দোভাষী প্যানেলে কাজ করেছেন ১৮ বছর। “অস্ট্রেলিয়ান এইড ফর চেরনোবিল” নামক একটি চ্যারিটি সংস্থার হয়ে ক্যানসার আক্রান্ত রুশভাষী বাচ্চাদের অস্ত্রেলিয়ায় পুনর্বাসনের জন্যেও কাজ করেছেন। বর্তমানেস্বামী আলেক্সান্দর ও পুত্র জয়ন্ত-র সাথে থাকেন সিডনী, অস্ট্রেলিয়াতে। অনুবাদ করেছেন যে বইগুলি -
 বাবর খণ্ড-, খণ্ড- - পিরিমকুল কাদিরভ
 কাজাখ লোককাহিনী - গল্প সংকলন
১০ চিক ও তার বন্ধুরা ফাজিল ইসকান্দার 
১১ বেঁচে থেকো (??) - ইউলিয়ান সেমিওনভ (সন্ধান পাই নি)
১২ তানিয়া ও অন্য দুটি নাটিকা (??) - আলেক্সেই আরবুজোভ (সন্ধান পাই নি)
(শেষ দুটি বই (১১ ও ১২ নং) যদি কারো সংগ্রহে থাকে, আমাদের জানালে উপকৃত হব)


পরিবেশবান্ধব ইবুক

সুমন্ত মল্লিক
বারাসত, উত্তর চব্বিশ পরগণা



সত্যি, আজ খুব ভালো লাগছে। বলার মত ভাষা হারিয়ে ফেলেছি। আর, পিডিএফ ফরম্যাট এর বই ১০০% পরিবেশবান্ধব। ইবুক হল এমন এক প্রযুক্তি যার জন্যে ভবিষ্যতে বৃক্ষচ্ছেদন সম্পূর্ণভাবে রোধ করা সম্ভব হবে এবং অনেক প্রাচীন, মূল্যবান বই রক্ষণাবেক্ষণের অভাবে আর নষ্ট হবেনা ।

ছোটবেলায় যখন রাশিয়ান বইগুলো বিশেষ করে রূপকথার গল্পগুলো পড়তাম তখন যে কী আনন্দ হতো -- সেগুলো আবার এইখানে দেখতে পেয়ে ঠিক একই অনুভূতি হচ্ছে, যতবার করে দেখছি আরও বেশি করে যেন ভালো লাগছে। একসাথে এত বই পেয়ে মনে হচ্ছে আবার আগের মত স্কুল ফাঁকি দিয়ে ছাদের চিলেকোঠার ঘরে বসে বসে বই গুলো পড়া শেষ করি। আমার এখনও মনে পড়ে যায় যে আমাদের বাড়ির অনতিদূরেই কচিকাঁচাদের জন্যে একটা লাইব্রেরি ছিল যেটা ছিল সমস্ত ছোটদের কাছে এল ডোরাডোর সোনার খনির মতো। রাশিয়ান বইগুলোর সাথে আমারও পরিচয় ঘটেছিল ঠিক একই ভাবে।


একদিন সোমনাথদা'র (সোমনাথ দাশগুপ্ত) কাছে শুনলাম যে সেই পুরনো বইগুলো যেন এখনকার ছোট ছেলেমেয়েরাও সবাই পড়তে পারে তার উপযুক্ত ব্যবস্থা করছেন। তাঁরা এবং তাঁদের একটি টিম দুর্লভ এবং পুরনো পোকায় সমস্ত রুশ বই কাটা বই সংগ্রহ করছেন এবং সেগুলির রক্ষণাবেক্ষণের যথাযথ ব্যবস্থা করেছেন পিডিএফ ফরম্যাটে বইগুলি সকলের জন্যে পড়ার উপযোগী করে তোলার জন্যে। শুধু তাই নয়, এর যথাযথ গুণমানের জন্যে যে-কেউ খুব সহজেই প্রিন্ট করে নিতে পারবেন।

বর্তমান যুগের ছোট ছেলেমেয়েরা আর কয়েকদিন আগেও এই সব বই পড়তে পারতনা কারণ এই সমস্ত বইগুলি ক্রমশই যুগের সঙ্গে হারিয়ে যাচ্ছিল। জানতে পারলাম যে সকলের বাড়ি-বাড়ি পৌঁছে গিয়েছে এই টিম এর প্রয়াস। আজও অনেক বইপ্রেমীর কাছে রাশিয়ান বইগুলি রয়েছে এবং তাঁরাও এই বই গুলির রিস্টোরেশন এর প্রক্রিয়ার সঙ্গে একমত। আমাদের বাড়িতে এবং 'শ্রীকৃষ্ণ সঙ্ঘ লাইব্রেরি' তে অনেক রাশিয়ান বই ছিল। সোমনাথদা'র সাথে পরিচয় হওয়ার পর সব জানতে পেরে আমি সোমনাথদাকে বইগুলি দিই। বলাই বাহুল্য সোমনাথদাও তাঁর ছোটবেলার এই লাইব্রেরিতে বইগুলোর খুদে পাঠক ছিলেন। এখন ভেবে খুব ভালো লাগছে যে অনেক বই হয়ত ছিল যেগুলি খুব কম ছাপা হয়েছিল, কিংবা খুব কম লোকের হাতে গিয়ে পৌঁছেছিল, বই গুলির সেই যাত্রা এই টিমটির হাত ধরে আজ পৌঁছতে পারবে সকলের ঘরে ঘরে। অনেক ভালবাসা, শুভেচ্ছা আর এগিয়ে চলার শুভকামনা রইল।



(সুমন্ত ইঞ্জিনিয়ারিং পড়ে বটে, হাত কিন্তু ফোটোশপে পাকা। ব্লগের পৃথিবীর ইতিহাস বইটিতে ওঁর হাতের কাজ দেখা যাবে। বেশ কিছু ছাপা বইপত্রের কভারেও পাওয়া যাবে, যেহেতু কাজটা সে প্রফেশনালিই করছে। ছোটোবেলা থেকেই সর্বগ্রাসী পাঠক। বন্ধ হয়ে যাওয়া সেই যে শ্রীকৃষ্ণ লাইব্রেরি, তার বইয়ের আলমারিগুলোর ধুলো ঢাকা পাল্লায় এখনো সুমন্তের ছোটোবেলার হাতের লেখায় বইয়ের তালিকা গঁদের আঠায় আটকানো।)



Kolkata Colloquy

দৃশ্যপট ১
বাইরে অন্ধকার, বরফ পড়ছে, জানালার শার্সি ঢেকে দিচ্ছে তুষার কণা | গনগনে চুল্লির তাতে ঘরের ভেতরটা আরামের মতো গরম, গালচের ওপর কুন্ডুলী পাকিয়ে ঘুমোচ্ছে ‘ভাসকা’ বেড়াল, পাশে ঝাঁকড়ালোমো গেঁয়ো কুকুর ‘পস্তোইকো’ | সামোভারে জল ফুটছে, সুরুয়ার মন মাতানো খুশবু ঘর জুড়ে…

দৃশ্যপট ২
উজ্জল নীল আকাশের নীচে পাইনের ঘন বন, পাতার ফাঁক দিয়ে ত্যারচা করে এসে পড়ছে সোনালী রোদ্দুর, জলাজমি থেকে ভেসে আসছে বনমোরগ, বুনো পাতিহাঁস আর লম্বা ঠোঁটওয়ালা স্নাইপ পাখির ডাক | ক্ষুদে ফারগাছের গুঁড়ির আড়াল থেকে উঁকি মারছে ছেয়ে ছেয়ে খরগোশ | ঝোপে ঝোপে নানা জাতের বেরি ফলে আছে – ক্র্যানবেরি, বিলবেরি, বুনো স্ট্রবেরি আর সোনালী ক্লাউডবেরি | লাল লাল ফুলো গাল খুকুরা টুকরি হাতে বনে চলেছে ব্যাঙের ছাতা কুড়োতে | সঙ্গে আছে কুড়ুল কাঁধে খোকারা – জলার আতঙ্ক, ভয়ংকর নেকড়ে ‘বুড়ো জমিদার’ কে দেখেই নেবে আজ |

দৃশ্যপট ৩
মস্ত শহরের ব্যস্ত চক | আশপাশ দিয়ে তড়িঘড়ি ছুটছে মোটরগাড়ি, ঢাউস বাস, লম্বা ট্রলি বাস | মাঝখানে দাঁড়িয়ে নির্ভীক ট্রাফিক পুলিশ | একটু দুরে বড় বড় গাছে ঢাকা চওড়া বূলেভারের দু ধারে সারি সারি বাড়ি, সামনে খেলা করে ছেলেমেয়েরা, গল্প জমায় বুড়োর দল, জটলা করে গিন্নিরা – পড়শি সব | শহরের মিনারের মাথায় দিনরাত জ্বলজ্বল করে লাল তারা |

‘নাজান্তা’কে মনে পড়ছে ? না কি আপনি তাকে চেনেন ‘আনাড়ি’ নামে ? আর ‘আলিওনুশকা’, যার এক চোখ ঘুমোয় অন্য চোখ জেগে থাকে ? কখনো ভাবেন শহরের ফ্ল্যাটে বড় হয়ে ওঠা সিংহী ‘কিনুলি’ এখন কেমন আছে, ‘মুষিক’ নামে বাঁদরছানাটির বাঁদরামি কমলো কি না ? ইচ্ছে করে দুমনায়া আর আজোভ পাহাড়ের খনিতে ঘুরে খুঁজে বের করতে তামা পাহাড়ের ঠাকরুনের লুকোনো ধনরাশি, যেমনটি ‘স্তেপান’ পেয়েছিল ? না কি আপনি হতে চান আমাদের জাদুকর পটুয়া, ড্রয়িংয়ের মাস্টার ‘পেন্সিল’-এর মতো, যা আঁকবেন তাই-ই হয়ে যাবে জ্যান্ত ? ‘চুক আর গেক’-এর সাথে যাবেন না কি নীল পাহাড়ের কোলে, তাইগা-র বনে ?

আমার ছোটবেলা কেটেছে এই স্বপ্নের মতো সুন্দর জগতের আশ্চর্য সব কাহিনী কবিতা পড়ে | সোভিয়েত ইউনিয়ন থেকে প্রকাশিত, বাংলা ভাষায় অনুদিত সোভিয়েত সাহিত্য সম্ভার |

১৯৩১ সালে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রীয় প্রকাশন সমিতি বিভিন্ন বিদেশী ভাষায় সোভিয়েত সাহিত্য এবং রুশ ভাষায় বিদেশী সাহিত্য অনুবাদ করার জন্য একটি সংস্থা প্রতিষ্ঠা করে | পঞ্চাশের দশকে সেখানে গড়ে ওঠে স্থায়ী বাংলা বিভাগ | তখন থেকেই বাংলা ভাষার পাঠকদের কাছে পৌঁছে যেতে থাকে সোভিয়েতের কালজয়ী ধ্রুপদী সাহিত্য, অনন্য লোক সাহিত্য এবং অনবদ্য শিশু সাহিত্য | শুধু উপন্যাস বা গল্প নয়, বাংলা পাঠকদের কাছে নিয়মিত পৌঁছে যেত “সোভিয়েত দেশ”, “সোভিয়েত নারী”, “সোভিয়েত ইউনিয়ন” প্রভৃতি পত্রিকা, যাতে থাকত আর্থ-সামাজিক, রাজনৈতিক নানা প্রবন্ধ, বিজ্ঞান-বিষয়ক ও কারিগরী-ভিত্তিক রচনা, হাতের কাজের বিভাগ এবং অবশ্যই ছোটদের বিভাগ |

এই সবকিছুর মধ্যেও আলাদা জায়গা করে নেয় শিশু সাহিত্য | ছোটদের সেই বইগুলো সত্যি ছোটদের নিজেদের কথা বলত | প্রখ্যাত লেখকদের মানবদরদী রচনার পাশাপাশি ছিল উরাল, ইউক্রেনের উপকথা, তাজিক, স্তেপের লোকগাথা | না-মানুষ নায়কেরা অনায়াসে জায়গা করে নিত মানুষ নায়কদের পাশে | গল্পের চরিত্র বলেই যে তারা শান্ত সুবোধ আদর্শ ছিল, এমন ভাবাই ভুল | আমাদের মতই তারা ছিল ডানপিটে, ঝগড়াটে, একটু হামবড়াই, একটু হিংসুটে, আবার আমাদের মতই তারা ভালবাসত বন্ধুদের, বাবা-মাকে মানত, আদর দিত ছোট ভাই-বোনদের, দেখাশুনো করত পোষ্য বা আশ্রিতকে | বাবায়াগার কালো জাদু ছিল, উল্টোদিকে ছিল সিভকা-বুর্কা জাদু ঘোড়া | ভূমিদাসদের জীবনের ব্যথার কথা ছিল, আবার ছিল কুঁজো ছেলের সাহসী হয়ে উঠে অত্যাচারী জমিদারকে শায়েস্তা করার কথা | উপদেশ থাকত না গল্পের শেষে, গল্পের মধ্যে থাকত ভালো মন্দ দুই কথাই, পরিষ্কার বোঝা যেত যা ভালো, যা ন্যায্য তাইই আসলে সঠিক |

আরেকটু বড় হতে চেনা হলো পুশকিন, গোর্কি, চেখভ, দস্তয়েভস্কি, গোগোল, তুর্গেনেভ প্রমুখ লেখকের ধ্রুপদী লেখার সাথে | রুদ্ধশ্বাসে শেষ করেছি নিকোলাই অস্ত্রোভস্কির “ইস্পাত”, মাকে লুকিয়ে পড়ে ফেলেছি তলস্তয়ের “আনা কারেনিনা”, চেষ্টা করেছি শেষ করতে মিখাইল শোলোকভের “প্রশান্ত ডন” | বিশ্ব সাহিত্যের সঙ্গে আলাপ আরও সহজ হয়ে এলো |


তারপর এলো ১৯৯১; ভেঙে গেল সোভিয়েত ইউনিয়ন, আমূল পরিবর্তিত হলো দেশের অর্থনৈতিক ব্যবস্থা | প্রধানত সরকারী অনুদান ও ভর্তুকির ওপর নির্ভরশীল “প্রগতি” বা “রাদুগা”র মতো প্রকাশনালয় এক সময় বাধ্য হলো থামতে | বাংলা অনুবাদ সাহিত্যের জগতে রুশী বইয়ের ধারা এলো শুকিয়ে | ছোটবেলার দৌরাত্ম সহ্য করে যা কিছু বই বেঁচে ছিল, চাপা পড়ে রইলো এ-বাড়ি ও-বাড়ির বইয়ের আলমারিতে, ধুলোর নীচে | কেউ কেউ আবার রওনা দিল পুরনো কাগজওয়ালার ঝোলায় চেপে | একসময় দোকানে খোঁজ করে দেখি সত্যিই আর একখানাও নেই বাকি | শুধু মাথার ভেতর ঘোরাফেরা করে “ছায়াঘেরা ছোট্ট গ্রামটিতে… রাতে আঙ্গুরখেতে বুনো হাঁসেরা নামত..” “নীল বুড়ি.. চিরকালের বুড়ি … চিরকালের ছুঁড়ি” | আমি যাদের বড় করছি, তাদের কি করে বোঝাই মাশা কেন বালিশের সঙ্গে আড়ি করেছিল, ছোট্ট চড়ুই পুদিকসোনা কেমন উড়ে পালিয়েছিল বেড়ালের মুখ থেকে, গেক কেমন গান গাইতে পারে…

এই তাগিদ থেকেই দাশগুপ্ত দম্পতি সোমনাথ ও শুচিস্মিতা ভাবতে শুরু করলেন কি ভাবে টিকে থাকা সব বইগুলো এক জায়গায় করে তুলে দেওয়া যায় সব ছোটদের হাতে | সবচেয়ে সহজ উপায় বইগুলো স্ক্যান করে, ডাউনলোড-যোগ্য করে ইন্টারনেট-এ  আপলোড করে দেওয়া | পথচলা শুরু নিজেদের ব্যক্তিগত সংগ্রহের বইগুলোকে পুঁজি করে | ভাবা যত সহজ, করতে গিয়ে দেখা গেল কাজটা তার হাজারগুণ কঠিন | ভালবাসার দাগে দাগী বইগুলোকে নতুন পাঠকদের জন্য করে তুলতে হবে নতুনের মতো; স্ক্যানড ফাইলের সাইজ বড় হলে ডাউনলোড-এ অসুবিধা | আস্তে আস্তে পাশে পেলেন প্রসেনজিত, নির্জন, দময়ন্তী, সৌরদীপ, পরাগ এবং আরও আরও অনেককে | কেউ এগিয়ে দিলেন নিজের বই, কেউ প্রসেসিং-এর মাধ্যমে তাদের বানালেন নতুনের মতো ঝকঝকে, কেউ পাশে থাকলেন কারিগরী সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে | 

তৈরী হলো Soviet Books Translated in Bengali ব্লগ | নির্ভেজাল ভালবাসা দিয়ে গড়া – বইয়ের প্রতি ভালবাসা, বই-প্রেমী মানুষদের প্রতি ভালবাসা | এই ব্লগ থেকে যে কেউ বিনামূল্যে যে কোনো বই ডাউনলোড করতে পারবে, প্রিন্ট করলে সেটি হবে এক্কেবারে আসল বইটির মতো সদাসতেজ | শর্ত একটাই – বই ডাউনলোড করার পর, পারলে একটু কিছু লিখে যাবেন; এত যত্ন নিয়ে যারা কাজটি করছেন, তাদের একটু মন ভালো করে দেবেন | মুখে মুখে, থুড়ি, বইয়ের পাতায় পাতায় খবর ছড়াচ্ছে, আরও বন্ধুরা এগিয়ে আসছেন, দুহাত তুলে সাধুবাদ জানাচ্ছেন এই প্রচেষ্টাকে | নতুন প্রজন্ম (সেই সঙ্গে আমরাও) নতুন করে চিনছে দুই দশকেরও আগে হারিয়ে যাওয়া সেই বইয়ের জগতকে | 


আপনি এখনো খোঁজ পান নি এই রত্নখনির ? আজই visit করুন এই ব্লগ, খুঁজে দেখুন তো আপনার সেই প্রানের চেয়ে প্রিয় বইটি আছে কি না ? ডাউনলোড করে নিন, ছাপিয়ে নিয়ে তুলে দিন আপনার বাড়ির ক্ষুদেটির হাতে | তার মুখের হাসি দেখে জানিয়ে দিন এই কর্মকান্ডের কান্ডারীদের | সবার মন আনন্দে ভরে উঠুক | 



আপনার জীবনে ছোটবেলা ফিরে আসুক |


সংহিতা

ছবি ও প্রামাণ্য তথ্য – Soviet Books Translated in Bengali ব্লগ

ফেসবুক কমিউনিটি পেজ – http://www.facebook.com/sovietbooksinbengali/

ফেসবুক গ্রুপ – http://www.facebook.com/groups/sovietbooksinbengali/


(পাঠভবন, আশুতোষ কলেজ, নেদারল্যান্ড হয়ে সোশিওলজির ছাত্রী পেশায় সফটওয়্যার আর্কিটেক্ট দক্ষিণ কলকাতার মেয়ে সংহিতা এখন বেঙ্গালুরুবাসী। বাঙালির এবং কলকাতার যা কিছু ভালো, যা কিছু নতুন, যা কিছু ভালোলাগার চোখে পড়ে - সেটাই বাকি পাঁচজনকে জানাতে চেয়ে Kolkata Colloquy ব্লগটি চালান ছোটবেলার সমমনস্ক বন্ধু পূর্বা ও সুদর্শনার সাথে মিলে, তিনজনায় । এই লেখাটি ওঁদের ব্লগে লিখেছেন ১৩ই মে ২০১৬। অনুমতিক্রমে এখানেও রাখা হল।)

 

গোগ্রাসে বুরাতিনো

রাজর্যি সেনগুপ্ত

বারাসত, উত্তর চব্বিশ পরগণা


আজ থেকে তিরিশ বছর আগে যখন ঝিরঝিরে সাদা-কালো টিভি ছিল, শরতের শুরুতে শিউলি ফুল ঝরার শব্দ ছিল, বর্ষাকালে গাছের পাতা থেকে শামুক ঝুলত আর তাদের নিয়ে গুটি গুটি দৌড় প্রতিযোগিতা ছিল, মাঠে মাঠে দাপিয়ে ফুটবল খেলা ছিল কোচিং ক্যাম্প ছাড়াই, রেডিওতে বুধবারে নাটক শোনা ছিল, টেপরেকর্ডারে ফিতেওয়ালা ক্যাসেট ছিল, আশপাশের ছোট ছোট গ্রাম থেকে আমাদের মফস্বলে এসে মহিলা ফিরিওয়ালাদের গলাতে ডাক ছিল “ঝুড়ি-কুলো লাগবে মাসি”, আমাদের পরনে হাফ প্যান্ট ছিল, শীতের সকালে মুখ থেকে ধোঁয়া বের করে স্কুল মাঠে দাঁড়িয়ে ধনধান্য পুষ্প ভরা ছিল, তখন এই বই গুলিও ছিল। 

কম্প্যুটার ছিল না, মোবাইল ছিল না, কেবল টিভিতে সাড়ে চারশ চ্যানেলের বেমক্কা লাফালাফি ছিল না, সব থেকে অদ্ভুত, প্লাস্টিকের থলিও ছিল না আর কুড়ি মাইক্রন না চল্লিশ মাইক্রন সেই মাথাব্যাথাও না। আমরা হাঁ করে, চোখ দুটো গোলগোল করে, চুল খাড়া করে, গোগ্রাসে বুরাতিনোর গপ্প পড়তুম, অজানা দেশের না জানা কি নাহুম গোঁসাই গপ্প পড়তাম, পেনসিল আর সর্বকর্মার আডভেঞ্চার পড়তাম, ছোট্ট গোল রুটির গপ্প পড়তাম, ধোলাইরামের ছড়া পড়তাম, আরেকটু বড় হয়ে সার্কাসের ছেলে বা উভচর মানুষ পড়তাম। বাঁটুল বা হাঁদা ভোঁদা বা কাকাবাবুর মতো, ওরাও তো ছিল। বাকিদের তো তাও দেখি। ওরা যে কতগুলি বড় বড় দেশের বড় বড় মানুষের বড় বড় বুদ্ধির জোরে একেবারে নেই হয়ে, ভোঁ হয়ে, ধোঁয়া হয়ে যাবে, তা কি কখনো ভেবেছিলাম।


সত্যি কথা বলতে কি, ছেলেবেলা কি আর কখনো ফিরে আসে? তবে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। মাঝে মাঝেই এক একটা বইয়ের ছবি দেখি, দু লাইন পড়ি, আর মনের কোন চিলেকোঠা থেকে হুড়মুড় করে কালবৈশাখীর মতো স্মৃতিগুলি ছুটে ছুটে আসে। যাকে বোধহয় চিরদিনের জন্য ভুলে ছিলাম, সে যেন হঠাৎ সামনে দাঁড়িয়ে পড়ে বলে ‘এই তো আমি’। তারপরে পাগলের মতো অক্ষম স্মৃতি কণ্ডূয়ন,- ‘তাই তো। কবে কোথায় যেন দেখা হয়েছিল’, বা ‘কে যেন বইটা মেরে দিল’। আর তার লেজ ধরে ধরে “বহুযুগের ওপার হতে” কত কথাই যে ফিরে ফিরে আসে।



নাই বা হল নতুন বইয়ের কাগজের গন্ধে মোড়ানো নিঃশ্বাস নেওয়া, নাই বা হল ছবির কিনারে আঙ্গুল বোলানো। নাই বা হল প্রথম পাতায় যত্নে লাইন টেনে নাম লেখা, নাই বা হল বইয়ের আলমারিতে ন্যাপথালিনের গুলি ছড়ানো। এই যেটুকু পাওয়া, তাই বা কম কী? ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ যাঁরা বই ধার দিয়েছেন, যাঁরা সেগুলি যত্ন করে ডিজিটাইজ করে স্ক্যান করে আপলোড করেছেন, যাঁরা ডাউনলোড করছেন সব্বাইকে। আপনাদের সব্বার ছেলেবেলা ফিরে ফিরে আসুক এই ব্লগের হাত ধরে।




(এই ব্লগের একেবারে প্রথম দিকের সাহায্যকারী রাজর্ষি সেনগুপ্ত জুলজি ও ম্যানেজমেন্ট পড়েছেন, আছেন সাপ্লাই-চেন-ম্যানেজমেন্টে , কিন্তু আসলে তিনি বড় মিঠে গান করেন, বাজান হারমোনিয়াম, গিটার, সিন্থেসাইজার, বাঁশি, মাউথ অর্গান। তাঁর আঁকার হাত যেমন সুন্দর, তেমনই ভাল লেখেন গান-কবিতা-গদ্য। তাঁদের গানের ব্যান্ড আছে আর আছে বাড়ির আনাচে-কানাচে উপছে পড়া বই, অঢেল ক্যাসেট ও সিডির সংগ্রহ। বহুমুখীপ্রতিভার এই মানুষটির পুত্রের নাম ইভান, সুতরাং সোভিয়েত সাহিত্যে তাঁর প্রীতির কথা বলাই বাহুল্য।)


হারিয়ে যাওয়া ছোটোবেলা

দময়ন্তী দাশগুপ্ত
লেকটাউন, কলকাতা


বাংলা-বিহার বর্ডারের একটা ছোট্ট সুন্দর জায়গায় আমার ছেলেবেলা কেটেছিল। একেবারে ছোটবেলায় বিদুৎও ছিল না। কিন্তু বাড়িভর্তি ছিল অনেক অনেক বই। লন্ঠনের আলোয় পড়াশোনার পাশাপাশি বই পড়াই ছিল প্রায় একমাত্র সখের জায়গা। কত ছোট থেকে রাশিয়ান বইগুলোর বাংলা বা ইংরেজি অনুবাদ পড়েছি এখন আর মনে পড়ে না। দক্ষিণারঞ্জনের ব্যাঙ্গমা ব্যাঙ্গমীর সঙ্গে আলতা জবার সদাগরকন্যা সেদিন অনায়াসেই মিলে গেছে মনের মধ্যে। রাত্তিরে মায়ের মুখে গল্প শুনে ঘুম আসতে আসতে নিজেকেই মনে হয়েছে যেন আলিওনুস্কা। আমার একটা কান আর একটা চোখ ঘুমাচ্ছে আর অন্যটা আছে জেগে। কখনও আবার কাগজ-পেন্সিল নিয়ে আঁকার চেষ্টা করেছি রাশিয়ান বইয়ের দারুণ দারুণ রঙিন সব ছবিগুলো। 

ছোটবেলায় রাশিয়ান বই পড়ার আগ্রহে একটু বড় হতেই সঙ্গী হয়েছিলেন চেকভ, দস্তাভয়েস্কি, গোর্কী, তুর্গেনেভরা। বারবার পড়েছি ‘পাহাড় ও স্তেপের আখ্যান’ বা ‘মা’। বইমেলা এলেই ভস্তক আর মণীষার স্টলে হানা দিয়েছি আরও আরও বইয়ের খোঁজে। 

তারপরেও কেটে গেছে অনেকগুলো বছর। বিয়েও করলাম আমরা একবছর বইমেলার শেষদিনে। মেয়ের প্রায় জন্ম থেকেই নতুন করে কিনতে শুরু করলাম ছোটদের রাশিয়ান বইগুলো। ততদিনে ওগুলো প্রায় দুষ্প্রাপ্য হয়ে এসেছে। বেশ কিছু নতুন বইও পেলাম হঠাৎ করে একবার। 

একমাত্র কন্যার সঙ্গে দময়ন্তী দাশগুপ্ত

মেয়েও এখন অনেকটা বড় হয়ে গেছে। অনেকগুলো বছর, বদলে যাওয়া ঠিকানা। নানা কারণে সব মিলিয়ে অনেক বই আর খুব ভালো অবস্থাতেও নেই এখন। মাঝে মাঝেই মনে হত আমার মেয়ের পরবর্তী প্রজন্ম ওদের কাছে সেদিন কতটুকু পৌঁছাবে? এই বইগুলোর কয়েকটার প্রায় একইরকম করে ভারতীয় সংস্করণ হয়েছে। কিন্তু ‘শিশুকাহিনী’ বইটা হাতে নিয়ে পাতা উলটে মনে হল কী যেন নেই। বুঝলাম সেটা আমার হারিয়ে যাওয়া ছেলেবেলা, যেটা রয়ে গেছে ওই রাদুগা বা প্রগতি প্রকাশনার বইগুলোর পাতায়। 

তোমাদের সাইটটির কথা জেনে প্রথম থেকেই বেশ ভালো লেগেছিল। ছেলেবেলা মাখানো বাংলা সোভিয়েত বইগুলো দেখে আরও ভালো লাগল। হয়তো বইয়ের পাতা হাতে ছুঁয়ে দেখার মজাটা থাকবে না, থাকবে না নতুন কিম্বা পুরোনো বইয়ের গন্ধ। কিন্তু আগামী দিনের ছেলেমেয়েরা তো এসবেই বেশী অভ্যস্ত হবে। আলমারিতে থাকা পুরোনো বইয়ের বদলে আগ্রহী হবে ডিজিটাল লাইব্রেরিতে। একসঙ্গেই পেয়ে যাবে অনেক অনেক বই। আমাদের ক্ষেত্রে সাইটটি নস্টালজিয়ার সৃষ্টি করলেও সত্যিকারের কাজে লাগবে কিন্তু ওদেরই। 

ভালো কাজ করলে বাধা আসে, আর তখনই বোঝাও যায় যে কাজটা সত্যিকারের ভালো হচ্ছে। কিছু মানুষ বিরোধীতা করলেও অনেক মানুষকেই পাশে পাবে। সম্পূর্ণ অপরিচিত হয়েও আমাদের মত অনেকেই বই দিয়েছে, উৎসাহ দিয়েছে। চেষ্টা করো ব্লগ থেকে একটা পুরোদস্তুর ওয়েবসাইট করে ফেলার। একবার পিছু ফিরে তাকিয়ে আমার অনুভুতির কথা লিখে পাঠালাম। কারণ আশা রাখি আগামীদিনের শিশুদের জন্য তোমাদের এই প্রচেষ্টা সফল হবে।

(এই ব্লগের অন্যতম সাহায্যকারী দময়ন্তী দাশগুপ্তের জন্ম ও যাপন সাহিত্যের পরিবেশেই। তাঁর পিতা হিতেন ঘোষ ও মাতা আলপনা ঘোষ বিশিষ্ট সাহিত্যিক এবং স্বামী রত্নদীপ দাশগুপ্ত অন্যধারার সাহিত্যের একনিষ্ঠ পাঠক। দময়ন্তী নিজের খুব ছোটো বয়স থেকেই উচ্চমানের নানা লিটল ম্যাগাজিনে সাহিত্য চর্চা করে এসেছেন, বর্তমানে তাঁর স্বামীর সঙ্গে  'আমাদের ছুটি' নামক একটি  ভ্রমণ বিষয়ক ওয়েব-পত্রিকা পরিচালনা করছেন এবং বর্তমানে ভ্রমণ কাহিনি সম্পর্কিত গবেষণার সঙ্গে জড়িত আছেন। )




 

ঈশ্বরের আর্শীবাদ

অনমিত্র রায়
হাওড়া, পশ্চিমবঙ্গ


তখনও একা একা বইমেলায় যাবার মতো বড়ো হইনি। মায়ের সঙ্গে যেতাম। কোনো এক বছর রাশি রাশি বইয়ের মধ্যে হারিয়ে যেতে যেতে হঠাৎ একটা স্টলে ঢুকলাম যার নাম 'ভস্তক'। ভিড়ের মধ্যে বই ঘাঁটতে ঘাঁটতে হাতে উঠে এল 'আনাড়ির কাণ্ডকারখানা ১'। চোখ আর মন ভরে গেল এক অবর্ণনীয় ভালো লাগায়। তারপর আনাড়ির হাত ধরে মনের কোণে একে একে স্থায়ী জায়গা করে নিতে লাগল সোনার পেয়ালা, চড়ুইছানা, সার্কাসের ছেলে —— আরও কত মন অবশ করা বই। এর সঙ্গে জুড়ল কিন্ডাগার্টেন স্কুলের লাইব্রেরি থেকে আনা 'রুশদেশের উপকথা' আর মায়ের ছোটোবেলার বই 'চুক আর গেক'।     যে বই একবার ছুঁলে স্পর্শসুখ সারাজীবনের জন্য স্থায়ী হয়ে যায়।


এভাবে প্রত্যেক বছর বইমেলা থেকে এইসব রাশিয়ান বই কিনতে কিনতে একদিন দেখি অনেকটা বড়ো হয়ে গেছি, তবু রাশিয়ান বইয়ের নেশা কাটেনি, বরং আরও গাঢ় হয়েছে।

সোভিয়েত ইউনিয়ন কাকে বলে সে সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল না। আর একটা গোটা দেশও যে ভেঙে টুকরো টুকরো হতে পারে তা-ও ধারণা ছিল না। তাই আচমকা সেইসব কম দামি, ঝকঝকে ছাপার মনমাতানো বই আসা বন্ধ হয়ে যেতে মন যারপরনাই খারাপ হয়ে গেল। খালি মনে হতে লাগল, কেউ কি আর কোনোদিন এই বইগুলো ছাপবে না? কেউ না?

ঈশ্বরের আশীর্বাদের মতোই একদিন সকালে ফেসবুক খুলেই জানতে পারলাম আমার হারিয়ে যাওয়া শৈশব নিয়ে কিছু মানুষ কাজ করছেন। কেউ কি আর দেরি করে? সঙ্গে সঙ্গে যোগাযোগ করি তাঁদের সঙ্গে; বলি কোনো সাহায্য করতে পারলে নিজেকে ধন্য মনে করব। তাঁরাও সাড়া দেন, আমার সংগ্রহ থেকে বই দিই তাঁদের। চায়ে চুমুক দিতে দিতে তাঁদের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এই বিপুল কর্মকাণ্ডের কথা কথা জেনে অবাক হয়ে যাই। তার পর থেকে নিয়মিত চোখ রাখি ওয়েবসাইটে। স্ক্যান করা প্রতিটি পাতার গুণগত মান দেখে মন আপ্লুত হতে থাকে। হারানো সম্পদ একে একে ফেরত পাওয়ার আনন্দে মশগুল হয়ে যাই। লোভ বেড়ে যায়। আর তাই এই অনুরোধ করতে দ্বিধা করি না, বইগুলো, আবার ছাপার উদ্যোগ নিন না? নেবেন, প্লিজ?




(অনমিত্র রায় একজন পুস্তকপ্রেমী ও একনিষ্ঠ পাঠক। এই ব্লগের জন্য তাঁর সংগ্রহের মূল্যবান কয়েকটি বই ধার দিয়ে তিনি সাহায্য করেছেন।)



পুঁজি ছিল দুচোখ ভর্তি স্বপ্ন

সোমনাথ ও শুচিস্মিতা দাশগুপ্ত
বারাসাত, উত্তর চব্বিশ পরগণা, পশ্চিমবঙ্গ


ব্যক্তিগত সংগ্রহের কয়েকটি বইকে পাথেয় করে আমাদের পথচলা শুরু।

তখন পুঁজি বলতে ছিল - দুচোখ ভর্তি স্বপ্ন, ছোটোবেলার সেই হারিয়ে যাওয়া জগৎটার পুনঃসন্ধান পাওয়ার ইচ্ছে আর ব্যক্তিগত সংগ্রহের বই কয়টি। তারপর ধীরে ধীরে নিজেদের পাড়া, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ। সেখান থেকে খানিকটা পাওয়া, আর, আরো বেশি না পাওয়ার সন্ধান আমাদের নিয়ে যায় বেপাড়ায় আর অগুনতি "অনাত্মীয়"দের ঠিকানায়। যারা পরবর্তীকালে ধীরে ধীরে আমাদের আত্মার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছেন। তাঁদের কাছে আমরা চিরঋণী থাকলাম।

আজ গর্বের সাথে আমরা বলতে পারি যে, সেই প্রথম পদক্ষেপের গুটিকয়েক বই আজ একটা ব্লগের রূপ নিতে পেরেছে।

বাংলায় অনূদিত সোভিয়েত বইয়ের ভাষাগত গুণগত মূল্য, মূলসৃষ্টির তুলনায় কোনো অংশে কম নয়। আমাদের গর্বের বিষয়, সেই মায়াবী দুনিয়ার রূপকারদের অন্যতম শ্রী অরুণ সোমকে আমরা আমাদের পাশে পেয়েছি । এই পথে চলতে চলতে সঙ্গী ও উৎসাহদাতা হিসেবে, সাহায্যকারী হিসেবে পাশে পেয়েছি নবারুণ ভট্টাচার্য, অজয় গুপ্ত, বিমল দেব, যশোধরা রায়চৌধুরী, কিন্নর রায়, প্রমুখ খ্যাতনামা ব্যক্তিত্বদের এবং আরো বহু বহু মানুষকে যাঁরা হয়তো সেই অর্থে "বিখ্যাত" নন, কিন্তু তাঁরা এই প্রজেক্টের পথ চলার অন্যতম সহায়, তাঁরা তাঁদের মূল্যবান স্মৃতি, তথ্য, সন্ধান, বইয়ের সংগ্রহ এমনকি কিছু ক্ষেত্রে অর্থ সাহায্য করেও পাশে দাঁড়িয়েছেন, আমাদের উপর ভরসা করে নিজেদের খানিকটা ছোটোবেলা আমাদের দিয়েছেন স্ক্যান করার জন্য।

আমরা প্রফেশনাল নই। এমনকি ইমেজ প্রসেসিং বা গ্রাফিকসের প্রথাগত শিক্ষা বা ট্রেনিং ও আমাদের নেই। আমাদের কাজটা সম্পূর্ণ ভাবে আমাদের ভালোবাসার জায়গা থেকে তৈরি। সেইসব চিরনতুন বইগুলোর প্রতি আমাদের ভালোবাসা, যে বইগুলো একদিন আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছিল, আমাদের স্বপ্নের সাথী ছিল, আমাদের ছোটোবেলার অংশ ছিল, জড়িয়েছিল আমাদের ছোটো থেকে বড় হয়ে ওঠার প্রতিটি পরতে। সেইজন্যেই এই প্রজেক্ট থেকে কোনোরকম আর্থিক লাভ আমরা আশা করি না। আমাদের ব্লগ থেকে সম্পূর্ণ বিনামূল্যে পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষ বই ডাউনলোড করতে পারবেন। স্ক্যান করার পর সফট কপি বইয়ের সাইজ বেশ বড় হয় যা সহজে ডাউনলোড করা সম্ভব নয়। তাছাড়া ছোটোবেলার দাগাদাগি, আঁকা, রঙের দাগ, বইয়ের বয়সের জন্য হওয়া হলুদ ভাব, পাতা ছিঁড়ে যাওয়া, জলের, খাবারের দাগ সব মিলিয়ে এই সব বইগুলোর অবস্থা সাধারনভাবেই বেশ শোচনীয়। কিন্তু আমরা তো ফিরিয়ে নিয়ে আসছি আমাদের ঝকঝকে ছোটোবেলা, আমাদের পরের প্রজন্মের জন্য এক্কেবারে নতুনের মতো অবস্থায় এই বইগুলো ফিরিয়ে দিতে চেয়ে তাই আমাদের ঐ স্ক্যানের পর বই প্রসেস করা ছাড়া অন্য উপায় নেই। বইটি ঠিক যেমন ভাবে ছাপা হয়েছিল, ছোট্টোবেলায় কেনার সময় প্রথমবার হাতে নেওয়ার সময় বইটিকে যেমন ভাবে দেখেছিলাম, ঠিক, অবিকল সেইভাবে বইটা ফিরিয়ে দিতে চেয়ে সার্চেবিলিটি বা বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেটের আধুনিকতম প্রযুক্তির মানে পৌঁছনোর চেষ্টায় আমরা বিরত থেকেছি। শুধু লক্ষ্য রেখেছি সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটে যাতে বইগুলো দেখা যায়, পড়া যায়। সবাই যাতে ফিরে পাওয়া ছোটোবেলাটুকুর স্বাদ নিতে পারেন।

শিশুদের কল্পনার জগৎ অসীম। তারা কোনো দেশ জাতি ধর্ম সময় ভাষার গন্ডীতে আবদ্ধ নয়। তাদের কাছে রূপকথার জগৎ, তার অনন্যতাই আসল। লুপ্তপ্রায় সোভিয়েত বইগুলোর সেই যাদুর ছোঁয়া পরবর্তী প্রজন্মের হাতে দিয়ে যেতে পারছি, পারবও আর অদূর ভবিষ্যতে সমস্ত বাংলা বই, যা সোভিয়েত রাশিয়ায় প্রকাশিত হয়েছিল, সম্পূর্ণভাবে ডিজিটাল আর্কাইভ করে ফেলতে পারব বলেই আমরা বিশ্বাস করি।



(পেশায় কেমিক্যাল ইঞ্জিনিয়ার ও একটি বহুজাতিক সংস্থার প্রিন্সিপাল প্রসেস ইঞ্জিনিয়ার সোমনাথ দাশগুপ্ত বাংলায় অনূদিত সোভিয়েত বইয়ের ডিজিটালকরণের মূল উদ্যোক্তা।  এই ব্লগ ও প্রকল্পের নেতৃত্বও তিনিই দেন। প্রধানত ছোটোদের জন্য বাংলায় অনূদিত সোভিয়েত বইগুলি সবাইকে ফিরিয়ে  দিতে চান তিনি। শুচিস্মিতার আগ্রহেই এই প্রয়াসের শুরু। এই ব্লগের ফেসবুক পাতাটি  শুচিস্মিতা সম্পাদনা করেন।)


বাবার স্বপ্ন সত্যি হয়েছে

ফরিদ আক্তার পরাগ
রাজশাহী, বাংলাদেশ


আমার বাবা মৃত ফজলুর রহমান একজন বই পাগল মানুষ ছিলেন। তিনি প্রচুর বই কিনতেন ও পড়তেন। কাজের ফাঁকে সময় পেলেই বই পড়তে বসে যেতেন। তাঁর স্বপ্ন ছিল শেষ বয়সে নিজের বাড়ীতে লাইব্রেরী রুম বানাবেন। অবসর জীবনটা বই পড়ে কাটিয়ে দেবেন। তিনি বলতেন 'তোরা আমার বইগুলো নষ্ট করিস না'। বাবার সেই স্বপ্ন আর পূরণ হয়নি। বাড়ীর কাজ শেষ হতে না হতেই বাবা হঠাৎ মারা গেলেন। তবে আমরা তাঁর স্মৃতিকে ধরে রাখার জন্য বাড়ীতে একটা লাইব্রেরী রুম বানিয়েছি কিন্তু আমাদের বাবা আর নেই। 
নিজের বাড়ির লাইব্রেরিতে ফরিদ আক্তার

এবার আসা যাক রুশ বই সংগ্রহের বিষয়টিতে। ছোটবেলায় আমার বাবা আমাদের অনেক রুশ বই কিনে দিতেন। বইগুলো আমাদের ভীষণ ভাল লাগতো। যখন বড় হলাম তখন মনে হলো রুশ সাহিত্য ও জ্ঞানবিজ্ঞানের বইগুলো সংগ্রহ করা দরকার ভবিষ্যৎ বংশধরদের জন্য। শুরু হলো বই সংগ্রহ। বিভিন্ন লাইব্রেরী, পুরনো বই-এর দোকান এবং ফুটপাথ খুঁজে বইগুলো সংগ্রহ করেছি। খুঁজতে গিয়ে কিছু বই দুই বার করে সংগ্রহ করা হয়ে গেছে। কিছু বই না পেয়ে মনটাও খারাপ হয়েছিল আমার।


ব্যক্তিগত পাঠাগারে পাঠরত ফরিদ আক্তার। লাল রঙে ঘেরা অংশটি তাঁর সোভিয়েত বইয়ের সংগ্রহ নির্দেশ করছে।

আপনাদের এই সাইটের খোঁজ পেয়ে সে দুঃখ কিছুটা হলেও লাঘব হয়েছে। আপনাদের সাইটের সাথে যুক্ত হতে পেরে খুব ভাল লাগছে। আমার ছেলে-মেয়েও খুব খুশি।
আপনাদের উদ্দেশ্য যদি সৎ হয় তবে আমি আপনাদের সাথে আছি।
 

আপনাদের সকলের জন্য রইল আমার আন্তরিক শুভ কামনা। 


(জনাব ফরিদ আক্তার পরাগ অত্যন্ত নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে নানা দুষ্প্রাপ্য সোভিয়েত বই বাংলাদেশ থেকে স্ক্যান করে পাঠিয়ে এই ব্লগের কাজে সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন। তাঁর  কিশোর সন্তানরাও সাগ্রহে তাঁকে সাহায্য করছে।)





10 comments:

  1. ফরিদ dar library dekhe puro pagol :)

    ReplyDelete
  2. পরাগ ভাই, আমার দেখা একজন অতি সাদামাটা নিপাট ভালো মানুষ। বই সংগ্রহ ছাড়াও তাঁর আরো কিছু গুন আছে যা সবার জানা দরকার। তিনি সেই মানুষ যার উদ্যোগে রাজশাহীর একমাত্র রেজিষ্টার ফটোগ্রাফিক সোসাইটি গড়ে উঠেছে, এখন পর্যন্ত এটি রাজশাহীর একমাত্র প্রতিষ্ঠান যেখান থেকে ফটোগ্রাফিতে “ব্যাসিক কোর্স” করানো হয়। পেশায় তিনি একটি জাতীয় দৈনিকের ফটোসাংবাদিক। পরাগ ভায়ের আরো একটি উল্লেখযোগ্য গুন হলো তিনি “ওরিগাম “ চর্চাও করেন। আর এটি না বললেই নয় যে রাজশাহীর সর্ব বৃহৎ ব্যক্তিগত পাঠাগারটি নিঃসন্দেহে পরাগ ভায়ের। এই সাইটে আমার পছন্দের মানুষটিকে উপস্থাপন ও পরিচয় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ.....

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ জাকির ভাই। আপনি না জানালে এই বিনয়ী ও নিরহংকার মহৎ মানুষটিকে চেনার ও জানার সুযোগ থেকে অনেকাংশেই বঞ্চিত হতাম।

      'ওরিগাম' মানে কি 'ওরিগ্যামি', যা কিনা কাগজ ভাঁজ করে তৈরি করা ভাস্কর্য?

      পরাগদাদাকে, ফোটোগ্রাফিক সোসাইটির জন্য অনেক ধন্যবাদ ও অভিনন্দন। এই ধরনের সোসাইটির মূল্য অপিরিসীম।

      Delete
  3. অনুবাদগুলো যারা করেছিলেন, তাদের নিজেদের গল্পগুলিও শোনার মত। আর তাছাড়া তাদের নিয়ে কৌতুহলও কম নয়। আমাদের ছোটবেলাতে বাংলায় এমন আলোঝলমল জগত যারা তৈরি করতেন, জানতে ইচ্ছা করতো তারা কেমন লোক। তাদের মধ্যে শ্রী দ্বিজেন শর্মা ঢাকাতে এখনো প্রচুর লেখালিখি করেন। তিনি তার সোভিয়েত দিনগুলির কথা, প্রগতি প্রকাশনীতে তার চাকুরীজীবনের কথা প্রচুর লিখেছেন। সম্ভবত সেই সময়কালীন অভিজ্ঞতা নিয়ে তার একটি বইও আছে প্রথমা প্রকাশনী থেকে। বেশ কিছুদিন আগে প্রথম আলোতে লিখেছিলেন "ননীদার কথা", অনুবাদক শ্রী ননী ভৌমিককে নিয়ে। আমার পক্ষে সম্ভব হলে এই লেখাগুলিও যোগাড় করে এখানে শেয়ার করবার ব্যবস্থা করতাম, কিন্তু পারছিনা।

    আমার প্রানভরা কৃতজ্ঞতা জানাই এই সাইটের আয়োজকদের। বালক-কিশোরবেলাতে ভালো বাংলা বই পড়ার সু্যোগ করে দিয়েছিলো প্রগতি। সীমিত সাধ্যের মধ্যে বই পড়ার সুযোগ ছিলো কম, বৈচিত্র্য আরো কম। তাই সামান্য কিছু টাকা জমলেই মালিবাগ থেকে হেটে চলে যেতাম পল্টন, জাতীয় সাহিত্য প্রকাশের বইয়ের দোকানে। এই সাইট সেই সরল আর রঙ্গীন সময়ের কথা মনে করিয়ে দিলো।

    ReplyDelete
  4. আমিনুল হক সাহেব, আমি প্রথমা প্রকাশনীতে শ্রী দ্বিজেন শর্মার লেখা কোন বই খুঁজে পেলাম না । দয়া করে বইটির নামটি লিখলে খুব ভালো হয় ।

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Probably "Shomajtontre Bosobash"
      http://www.boi-mela.com/BookDet.asp?BookID=16399

      Delete
  5. পরাগ ভাই, বছর দশেক আগে যখন আপনার লাইব্রেরী পথম দেথি তখন আপনার বইএর ভাণ্ডার দেখে আমি ত থ! তবে অনেক দিন পরে ঘরে বসেই আপনার লাইব্রেরির পাশাপাশি অন্যান্য অমূল্য বইগুলো পড়ার সুযোগ করে দেবার জন্য ধন্যবাদ।

    ReplyDelete
  6. আমার ছেলেবেলাটা সমসাময়িক অনেকের থেকেই একটু অন্যরকম ছিল। আমি পড়তাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার উদয়ন বিদ্যালয়ে। আমি ঐ স্কুলে ভর্তি হয়েছিলাম ১৯৮৫ সালে। বাবা মা দুজনেই ছিলেন চাকুরীজিবী; মা চাকরী করতেন একটা স্কুলে। প্রথমদিকে মায়ের সাথেই যাতায়াত করতাম। কিন্তু সকাল সাড়ে দশটার মধ্যে বাসায় চলে গিয়ে আমার সময়টা কাটতো একাকীত্বে। তখন আম্মা একদিন আমাকে স্কুল ছুটির পর নিয়ে গেলেন ঢাকা পাবলিক লাইব্রেরীতে, পরিচয় করিয়ে দিলেন নতুন এক জগতের সাথে। এমনিতে আমাদের বাসাটা ছিল বইয়ের একটা রাজ্য কিন্তু আমার পড়ার অভ্যাস তখনো গড়ে উঠেনি।
    পাবলিক লাইব্রেরীর ছোটদের বিভাগে গিয়ে আমিতো মুগ্ধ, কত রঙ বেরঙয়ের বই, তার মধ্যে কতশত ছবি আর মজার মজার গল্প! আমার দৈনিক জীবনযাত্রাই পালটে গেল। তখন আমি স্কুল ছিটুর পর সোজা হাঁটতে হাঁটতে চলে আসতাম পাবলিক লাইব্রেরীতে, কাটাতাম দুপুর পর্যন্ত; আম্মা তাঁর স্কুল ছুটি হলে আমাকে নিতে আসতেন পাবলিক লাইব্রেরীতে।
    রুশ এবং চীনা শিশু সাহিত্যের সাথে আমার পরিচয়টা ঠিক ঐ সময়টাতে। বছর দু এক এর মধ্যেই ছবির বই এর পাশাপাশি পড়ে ফেললাম ভেরা চাপলিনার “আমাদের চিড়িয়াখানা”, আন্তন চেখভের “কাশতানকা" শুরু করে দিলাম আর্কাদি গাইদারের “ইশকুল”, আলেক্সেই লিওনভ এর “মহাকাশে মহামিলন”। আরো পড়েছিলাম “কাগজের নৌকো” সহ নাম মনে নেই এমন আরো বেশ কটি বই।
    এই বইগুলো যখন আমি শুরু করি তখন আসলেই আমার বয়স হয়নি ছবির বইয়ের বাইরে কিছু পড়ার। কিন্তু পড়ার প্রতি আমার অপরিসীম আগ্রহ দেখে পাবলিক লাইব্রেরীর ছোটদের বিভাগের তত্বাবধায়কেরা আমাকে এসব বই খুঁজে দিতেন। এর পাশাপাশি বাসায় আসতো “উদয়ন” নামের সোভিয়েত ইউনিয়নের একটি পত্রিকা। তাতে থাকতো অনেক যন্ত্রপাতি আর উন্নয়ন কর্মকান্ডের ছবি, দেখতে খুব ভাল লাগতো।
    আরেকটু বড় হলে বাসার আলমারীতে খুঁজে পেলাম প্রগতি, রাদুগা আর রামধনুর অনেকগুলো বই। গোগ্রাসে গিলতে লাগলাম ম্যাক্সিম গোর্কি, নিকোলাই অস্ত্রোভস্কি, আলেক্সান্দর বেলায়েভ, আলেক্সান্দ্র পুশকিন এবং আরো অনেকের রচনা।
    আমার পাঠ্যাভ্যাসের পিছনে সোভিয়েত সাহিত্যের অবদান অপরিসীম। আমি আজো নিয়মিত বই পড়ি এবং সংগ্রহ করি কিন্তু মনস্তাপের বিষয় হচ্ছে ছোটবেলার সেই রুশ সাহিত্যের সংগ্রহের অধিকাংশই আজ কালের গর্ভে অথবা তথাকথিক শুভাকাংখীদের তৎপরতায় বিলীন হয়ে গেছে।
    আমি আমার অন্তরের অন্তস্থল থেকে এই ওয়েবসাইটের পেছনের মানুষগুলোকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কল্যাণেই আমি আবার বিচরন করতে পারবো হারানো সেই দিনগুলোতে। আর অশেষ ধন্যবাদ রইল সেইসব অনুবাদকদের প্রতি, যারা নির্জন বিদেশ বিভুঁইয়ে থেকে শত পরিশ্রম করে আমাদের হাতে তুলে দিয়েছিলেন এই অমর সাহিত্যমালা।

    ReplyDelete
  7. দুঃখিত "কাগজের নৌকো" নয়, বইটির নাম হবে "সাগরতীরে". স্মৃতির প্রতারণা :-) :-) :-)

    ReplyDelete

Navigator